প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে অপহরণের ২১দিন পর শিক্ষার্থী উদ্ধার ॥ অভিযুক্ত আটক](/assets/news_photos/2023/04/04/image-31469.jpg)
ফরিদগঞ্জে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের ২১দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) রাতে উপজেলার গাজীপুর এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত যুবক আরমান হোসেনকে আটক করে পুলিশ। পরে সোমবার (৩ এপ্রিল) সকালে ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে ও আরমান হোসেনকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আরমান হোসেন গাজীপুর গ্রামের সওদাগর বাড়ির মনির হোসেনের ছেলে। গত ১৩মার্চ সকালে গাজীপুর এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক ওবায়েদ উল্ল্যাহ নয়ন জানান, গত ১৩ মার্চ সকালে উপজেলার গাজীপুর এলাকায় ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথিমধ্যে অপহরণের শিকার হয়। পরে তার মা বাদী হয়ে ১৬ মার্চ ফরিদগঞ্জ থানায় আটককৃত আরমান হোসেনকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৭(৩০)ও ৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে প্রথমে আরমান হোসেনের পিতা ও এজাহার নামীয় আসামী মনির হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ। বর্তমানে মনির হোসেন জামিনে রয়েছেন। এরপর গত রোববার (২ এপ্রিল) রাতে গাজীপুর এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত যুবক আরমান হোসেনকে আটক করা হয়। সোমবার সকালে ওই শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে ও আটককৃত আরমান হোসেনকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। ফরিদগঞ্জ থানার ওসি আঃ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।