প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার](/assets/news_photos/2023/04/03/image-31440.jpg)
চাঁদপুরে পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার হওয়ায় স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। ২ এপ্রিল রোববার ভিকটিমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল চাঁদপুরের দরখাস্ত মামলা নং-৫৯/২৩ মতে, ভিকটিমকে রাত ৯টায় আসামীগণ অপহরণ করেছে মর্মে বাদী আদালতে অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে পিবিআই পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান চৌধুরীসহ একটি বিশেষ টিম তৎপরতা চালায়। অবশেষে ২ এপ্রিল রোববার ভোরে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পিবিআই সূত্রে আরও জানা যায়, এই মামলায় বিবাদীগণ হচ্ছেন কচুয়ার চাঙ্গিনী গ্রামের আঃ মমিনের ছেলে মাসুদ রানা (৩২), মৃত ফজলুল হকের ছেলে আঃ মমিন (৪৯) ও আঃ রহিম (৪৭)।
পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, ভোর সাড়ে ৫টায় তথ্য প্রযুক্তির সহায়তায় কচুয়ার আশরাফপুর ইউনিয়নের চাঙ্গিনী সাকিনের ৯নং ওয়ার্ড এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়।