বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০

জাটকা সংরক্ষণ সপ্তাহ চলছে
মিজানুর রহমান ॥

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (১ এপ্রিল) শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩, যেটি চলবে শুক্রবার (৭ এপ্রিল) পর্যন্ত।

ইলিশের উৎপাদন নিশ্চিত করতে ও সকল শ্রেণির জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।

এ উপলক্ষে ১ এপ্রিল হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কর্তৃক জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি তাঁর বক্তব্যে জাটকা সংরক্ষণের মাধ্যমে জেলেদের দেশের উন্নয়নে অবদান রাখার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, পুলিশের কর্মকর্তাবৃন্দ, কোস্টগার্ডের কর্মকর্তাসহ ইউনিয়নের জনপ্রতিনিধি ও জেলেবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেঘনা নদীতে সবাইকে নিয়ে সংক্ষিপ্ত নৌ র‌্যালি বের করা হয়।

জানা গেছে, আমাদের দেশে প্রায় ৬ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত। আর ২০-২৫ লাখ লোক ইলিশ পরিবহণ, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রফতানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ইলিশ সম্পদের উন্নয়নের মাধ্যমে সারাদেশের মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছে দেয়ার লক্ষ্যেই সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। সরকার মৎস্য সংরক্ষণ আইনের সময়োপযোগী সংশোধন করেছে। এর আওতায় জাটকা রক্ষার বিদ্যমান আইনটি সংশোধন করে জাটকার দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার থেকে ২৫ সেন্টিমিটার বা ৯ ইঞ্চি হতে ১০ ইঞ্চি করা হয়েছে। সেই সঙ্গে জাটকা আহরণ নিষিদ্ধ সময় নভেম্বর হতে জুন পর্যন্ত ৮ মাস করা হয়েছে। জাটকাকে ইলিশে পরিণত করার জন্যে এই নিষিদ্ধ সময়ে সাগরের উপকূলবর্তী এলাকাসহ সকল নদণ্ডনদী, মাছ-ঘাট, মৎস্য আড়ত ও বাজারে অবিরত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সরকার জাটকা রক্ষায় কেবল আইন প্রয়োগ করছে না, বরং এই মাছ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের জন্যে ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ পূর্বের চেয়ে বৃদ্ধি করেছে। ২০২২-২৩ অর্থবছরে ২০ জেলার ৯৭ উপজেলায় জাটকা আহরণে বিরত ৩ লাখ ৬০ হাজার ৮৬৯টি জেলে পরিবারকে মাসিক ৪০ কেজি হারে ৪ মাসে ৫৭ হাজার ৭৩৯ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ চলমান রেখেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়