বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ছাদের ঢালাই খসে পড়ে ৩ জন আহত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের অর্ধশত বছরের পুরাতন ভবনের ছাদের কার্নিশের ঢালাই খসে পড়ে এক ওয়ার্ডবয়সহ তিনজন আহত হয়েছে। ১ এপ্রিল শনিবার বেলা ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওয়ার্ডবয় কুদ্দুস গাজী (৩৮) বর্তমানে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা ও প্রতক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে হাসপাতালের দীর্ঘদিনের পুরাতন ভবনের ৩য় তলার ছাদের কার্নিশের ঢালাই খসে পড়ে। এ সময় নিচতলায় জরুরি বিভাগে প্রবেশের সময় খসে পড়া ঢালাই এক নারী রোগীর হাতে এবং ওয়ার্ডবয় কুদ্দুস গাজীর মাথায় পড়ে। এতে কুদ্দুস গাজী রক্তাক্ত জখম হয়ে গুরুতরভাবে আহত হন।

ঘটনার পর পরই হাসপাতালের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা এড়াতে সতর্কতার জন্যে জরুরি বিভাগের সামনে কাপড়ের ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন।

আহত ওয়ার্ড বয় কুদ্দুস গাজী জানান, এক নারী রোগীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর ওয়ার্ডবয় আল-আমিন কথা বলতে বলতে ওই রোগীকে ডেকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে কার্নিশের ঢালাই খসে আমার মাথায় পড়ে। এতে আমার মাথা ফেটে যায়, তাতে তিনটি সেলাই লেগেছে। তিনি জানান, খসে পড়া ঢালাইর সামান্য কিছু অংশ এক নারী রোগী এবং ওয়ার্ড বয় আল-আমিনের হাতে পড়ে। তবে তারা কেউ তেমন একটা ব্যথা পায়নি।

খবর নিয়ে জানা যায়, অর্ধশত বছরেরও অধিক সময়ের পুরানো হাসপাতালের পূর্বের এই পুরাতন ভবনটির বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে এবং ভবনের ছাদের কার্নিশের ঢালাই, আস্তর খসে পড়ে তাতে রড দেখা যাচ্ছে। যার কারণে দুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে খসে পড়া ওইসব কার্নিশের স্থানে পুনসংস্কারের কাজ করতে দেখা যায়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানের সাথে কথা বলতে চাইলে হাসপাতালে তাঁকে পাওয়া যায়নি। খবর নিয়ে জানা যায় তিনি প্রশিক্ষণে রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়