প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০
![১৭ হাজার ৬শ’ পিচ ইয়াবাসহ আটক ১](/assets/news_photos/2023/04/02/image-31396.jpg)
র্যাব-১১-এর অভিযানে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকা হতে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ হাজার ৬শ’ পিচ ইয়াবা।
৩১ মার্চ শুক্রবার রাতে বড় স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। ধৃত মাদক পাচারকারীর সাথে থাকা হটপটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে মোঃ জসিম (২৮)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমিল্লা র্যাব-১১-এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, কক্সবাজার হতে পাচারের জন্যে জব্দকৃত মাদক নিয়ে আসা হয়। বাইরে যাতে গন্ধ বের না হয় সেজন্যে হটপটের ভেতরের দিকে স্কচটেপ ও পলিথিন পেঁচিয়ে ইয়াবাগুলো রাখা হয়। সে হটপটে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী রেখেছে বলে জানায়। ইয়াবাগুলো পাচারের সময় তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।