প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজন ও করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে বাইছারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী নীলমতি (৭০) ও ঘাগড়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী রোকেয়া বেগমের (৬০) মৃত্যু হয়। একইদিন রাতে ফতেপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আঃ মবিন (৫০) নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গোহট উত্তর ইউনিয়নের পালগিরী হাজী বাড়ির রফিকুল ইসলাম (৬০), গোহট দক্ষিণ ইউনিয়নের ভূঁইয়া বাড়ির জাকির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৫০), আশ্রাফপুর ইউনিয়নের আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলাম (৪০) ও ডুমুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী নারগিস বেগম (৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা জানান, কচুয়ায় শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৩শ’ ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫শ’ ৫জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মৃতের সংখ্যা ১১ জন।
অক্সিজেন সেবা প্রদানকারী বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশালের সহ-সভাপতি মেহেদী হাসান জানান, শনিবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে করোনা এবং উপসর্গ নিয়ে ৯৬ জন শ্বাসকষ্টজনিত রোগীকে সেবা প্রদান করেছি। আমাদের হিসেব মতে করোনা ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩০ জন।