প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে ফ্রি অক্সিজেন এবং মেডিকেল সেবার উদ্বোধন
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) নিরাময়ে ফরিদগঞ্জ ৭নং উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী (কাতার প্রবাসী)-এর ব্যবস্থাপনায় এবং ডাঃ তানিয়া আক্তারের তত্ত্বাবধায়নে মাসব্যাপী ফ্রি অক্সিজেন সরবরাহ ও মেডিকেল সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট শুক্রবার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে পশ্চিম জয়শ্রী গ্রামে এই অক্সিজেন ও মেডিকেল সেবার উদ্ভোধন করে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাপ্টেন ফয়েজ আহমেদ উজ্জ্বল, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ পাটোয়ারী, রবিউল ইসলাম, মোঃ জহির, মোঃ ইমাম হোসেনসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।