প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ডাঃ ইফার ফ্রি ডেন্টাল ক্যাম্প
চাঁদপুর শহরের মিশন রোডস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ডেন্টাল চিকিৎসক ডাঃ ফাতহাম মুবিনা ইফা ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছেন।
গতকাল ২২ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত সেনসোডাইন টুথপেস্টের সহযোগিতায় ও চাঁদপুরের কৃতী সন্তান, এক সময়ের চাঁদপুরের সাংস্কৃতিক কর্মী ডেন্টাল চিকিৎসক ডাঃ ফাতহাম মুবিনা ইফার নিজস্ব ব্যবস্থাপনায় এবং শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতায় এই ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ডেন্টাল ক্যাম্পে ডাঃ ফাতহাম মুবিনা ইফা, চাঁদপুরের আরেক কৃতী সন্তান ও বিতার্কিক ডাঃ মায়মুনা রহমান ও ডাঃ উম্মে হাবিবা হোসাইন ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবককে ফ্রি ডেন্টাল চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে উল্লেখিত চাঁদপুরের দু কৃতী সন্তান ও চিকিৎসক জানান, এ ধরনের আয়োজন তারা সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে অব্যাহত রাখবেন।