বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনার গণটিকার প্রথম ডোজ সম্পন্ন

হাজীগঞ্জ ও কচুয়ার চারটি ইউনিয়নে টিকা আজ

চাঁদপুরে করোনার গণটিকার প্রথম ডোজ সম্পন্ন
মিজানুর রহমান ॥

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার ৯২টি ইউনিয়নের মধ্যে ৮৮টি ইউনিয়ন এবং চাঁদপুর-হাজীগঞ্জ পৌর এলাকার গণটিকাদান কার্যক্রমের প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। গতকাল ৭ আগস্ট শনিবার গণটিকা ক্যাম্পেইনের আওতায় চাঁদপুরের ১১৩টি কেন্দ্রে ৫৭ হাজার ৫শ’ ৭৪ জনকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।

এদিন চাঁদপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে এবং হাজীগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের প্রতি কেন্দ্রে ২০০জন করে ৪৮০০ জনকে টিকা দেয়া হয়। এদিকে চাঁদপুর পৌরসভার মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে ৫, ১১ ও ১৪নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র ছিল পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কেন্দ্রে। এই তিন ওয়ার্ডের ৬শ’ লোক ওইসব কেন্দ্রে টিকা নিয়েছে।

এছাড়া চাঁদপুর জেলার ৯২টি ইউনিয়নের মধ্যে ৮৮টি ইউনিয়নের প্রতিটিতে ১টি করে কেন্দ্রে প্রতি কেন্দ্রে ৬০০ জনকে দেয়া হয় করোনার ভ্যাকসিন সিনোফার্ম টিকা। কচুয়া ও হাজীগঞ্জের ২টি করে চারটি ইউনিয়নের চারটি কেন্দ্রে গতকাল টিকা দেয়া হয়নি। এই চারটি ইউনিয়নে আজ রোববার টিকা দেয়া হবে। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।

সিভিল সার্জন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বঘোষণা অনুযায়ী চাঁদপুরে শনিবার গণটিকাদান কর্মসূচির ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শুরু হয়। টিকাদান ক্যাম্পেইনে কোভিড ভ্যাকসিনেশনের আওতায় ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নারী ও পুরুষের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসলে তাদেরকে টিকা দেয়া হয়েছে।

তিনি বলেন, যেসব বুথে টিকা দেয়া শেষ করতে পারে নাই তারা আজ-কালের মধ্যে টিকার প্রথম ডোজ সম্পন্ন করবে। একমাস পর পুনরায় দ্বিতীয় ডোজ টিকা একই কেন্দ্রে দেয়া হবে।

এদিকে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন টিকাদান কেন্দ্র সরজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা নেয়ার জন্যে মানুষের উপচেপড়া ভিড় ছিলো। তারা বৃষ্টি উপেক্ষা করে টিকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে।

পুরাণবাজার দাসপাড়া সূর্যের হাসি ক্লিনিকে ৩নং ওয়ার্ডের ২০০ জন বাসিন্দাকে করোনার টিকা দেয়া হয়। অনেকে টিকা দিতে না পেরে ফিরে যেতে হয়েছে। চাঁদপুর পৌরসভা সচিব আবুল কালাম ভূঁইয়া, নারী কাউন্সিলর আয়েশা রহমান ও ফেরদৌসী আক্তার এই টিকা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া অন্যান্য কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডের টিকা কেন্দ্রের তদারকি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়