প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০
সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর আজ ১ম মৃত্যুবার্ষিকী
আজ বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া
আজ ৮ আগস্ট। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব ও দৈনিক চাঁদপুর দর্পণের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আজ বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া।
|আরো খবর
এ দোয়া অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল সদস্য, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ দৈনিক চাঁদপুর দর্পণের সকল কর্মকর্তা, সকল উপজেলার অফিস প্রধানসহ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধিসহ সকল শুভাকাক্সক্ষীকে উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী।