মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের শান্তি সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরে শান্তি সমাবেশ করেছে সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ। গত শনিবার বিকেলে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে আওয়ামী যুবলীগের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা অজয় কুমার ভৌমিক, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিপ্রা দাস, জেলা যুবমহিলা সভানেত্রী ফরিদা ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আয়েশা আলম, নারীনেত্রী শ্যামলী, পৌর আওয়ামী লীগের সদস্য সঞ্জিত পোদ্দার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী প্রমুখ।

এ সময় চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশ বক্তারা বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে আবারো অপতৎপরতা শুরু করেছে বিএনপি-জামায়াত। জ্বালাও-পোড়াও, ভাংচুরসহ মানুষ হত্যার ষড়যন্ত্র শুরু করছে। স্বাধীনতা বিরোধী ওই অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সকলকে সজাগ থাকাতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ সহ সকল সেক্টরে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন এবং তার সুফল জনগণ ভোগ করছে। চাঁদপুরে মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বড় উন্নয়ন দীপু আপার কারণেই আমরা পেয়েছি। আজকে নদী ভাঙ্গনরোধ হয়েছে। শুধু শহর-বন্দর-গ্রাম-গঞ্জই নয়, বিদ্যুতে চরাঞ্চলও আলোকিত। আওয়ামী লীগের লক্ষ্য একটাই- জনগণ সুন্দর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করুক। সেজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও নৌকার জন্য দীপু আপার হয়ে আমরা ঐক্যবদ্ধ হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়