প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২১:০২
দুই ছাত্রদল নেতাকে শোকজ
চাঁদপুর জেলা ছাত্রদলের অধীনস্থ চাঁদপুর পৌর ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান কাঠাল ও সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রোববার (২ মার্চ ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নোটিস প্রদান করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
|আরো খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর জেলা শাখার অধীনস্থ চাঁদপুর পৌর ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না এই মর্মে আগামী ০৫/০৩/২০২৫ খ্রি. তারিখের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার দুপুরে চাঁদপুর শহরের মুনিরা ভবনে জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে নিজেদের প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে শহরের জেএম সেনগুপ্ত রোডে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ ঘটনাতেই উল্লেখিত ২ নেতাকে শোকজ করা হয়।