মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২১:০৯

কচুয়া উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগ

সকল মসজিদে মশার কয়েল ও টিস্যু বিতরণ

আলমগীর তালুকদার ॥
সকল মসজিদে মশার কয়েল ও টিস্যু বিতরণ
কচুয়া উত্তর ইউনিয়নের বিভিন্ন মসজিদে মশার কয়েল ও টিস্যু বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় সকল মসজিদে মশার কয়েল ও টিস্যু বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ ২০২৫) তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষে রমজান উপলক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো. শাহজাহান সিরাজের আয়োজনে ইউনিয়নের একশত মসজিদে মশার কয়েল ও টিস্যু বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্যাহ হাবিব, ওলামা দলের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বকাউল, যুবদলের সদস্য সচিব মাসুদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, যুবদল নেতা শরীফ প্রধান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজু প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন মসজিদের খতিবদের মাঝে মশার কয়েল ও টিস্যু বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়