মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২১:১৪

নারায়ণপুর পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
নারায়ণপুর পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
নারায়ণপুর পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী।

মতলব দক্ষিণের নারায়ণপুর পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ ২০২৫) বিকেলে পৌরসভার দারিন্দা-রসুলপুরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সোলায়মান মিয়াজীর সভাপ্রধানে এবং নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে এমএ শুক্কুর পাটোয়ারী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে আমাদের কাজ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পরও দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই। তিনি আরও বলেন, তারেক রহমান জাতীয় উন্নতি-অগ্রগতির জন্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির আলোকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে বিনয়ের সাথে বিএনপির প্রত্যেকটা কর্মীকে মাঠে ময়দানে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিনয়ী ব্যবহার দিয়ে জনগণের মন জয় করতে হবে। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে জানাবেন। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। দেশের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান প্রধান, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী প্রমুখ। আরও বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপি নেতা দিদার হোসেন ফরাজী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুয়েল হোসাইন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রহমান। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়