বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

ফোন পেলেই অক্সিজেন সিলিল্ডার নিয়ে ছুটে যান তারা
প্রবীর চক্রবর্তী ॥

করোনাভাইরাসে সংক্রমিত জেলাগুলোর মধ্যে চাঁদপুর জেলা শীর্ষে। প্রতিদিন করোনা ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১০ জনের কাছাকাছি। করোনা আক্রান্ত ও উপসর্গে ভোগা রোগীদের প্রতিনিয়ত লাগছে অক্সিজেন সেবা। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো অক্সিজেন সেবা দিতে হিমশিম খাচ্ছে।

বিপুল জনসংখ্যা অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলা সংক্রমণের দিকে জেলার দ্বিতীয় অবস্থানে। স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। এমন অবস্থায় অক্সিজেন সঙ্কটে ভোগা রোগীদের জন্যে ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্তত ২১টি সংগঠন অক্সিজেন সেবা নিয়ে গত দু সপ্তাহ ধরে কাজ করে চলেছেন। প্রতিদিন এ সংগঠনের সদস্যরা দিন-রাত স্বেচ্ছাশ্রম দিয়ে চলছেন।

ফরিদগঞ্জ সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি শিমুল হাসান চাঁদপুর কণ্ঠকে বলেন, যখনই ফোন আসে, অক্সিজেন সেবা প্রয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে আমরা নিজেরা গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেই।

ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর সদস্য মামুন হোসাইন বলেন, করোনার শুরু থেকে আমরা ‘বাজার বাড়ি’ নামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এখন একাডেমির নামে অক্সিজেন সেবা দিয়ে চলেছি।

অক্সিজেন সেবার বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ হোসেন চৌধুরী চাঁদপুর কণ্ঠকে বলেন, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছে, এটা আশাপ্রদ। তবে অবশ্যই এ সেবা গ্রহণকারীকে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে অক্সিজেন নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়