বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে ২১টি সংগঠন

‘অবশ্যই অক্সিজেন সেবা গ্রহণকারীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে’

ফরিদগঞ্জ করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে ২১টি সংগঠন
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের অক্সিজেন নিয়ে হাহাকার শুরু হওয়ায় বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিজেদের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে সেবাদান শুরু করেছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার ২১টি সংগঠন। প্রতিদিনই একটি দুটি করে এর সংখ্যা বাড়ছে। সরকারিভাবে হাসপাতালগুলো অক্সিজেন পুরোপুরি দিতে না পারলেও বেসরকারি সংগঠনগুলো তা দিয়ে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। এসব সংগঠনের সদস্যরা তাদের মুঠোফোন নম্বর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত পোস্ট করছেন। ইতিমধ্যেই এর ফল পেতে শুরু করেছে ফরিদগঞ্জ উপজেলাবাসী।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ২১টি সংগঠন তাদের অক্সিজেন সেবা চালু রেখেছে। এগুলো হলো : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ব্লাড ডোনেশন ক্লাব, হ্যালো ছাত্রলীগ ফরিদগঞ্জ, ১১নং ইউনিয়ন আলোকিত সেবা টিম, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ, মানবসেবা ব্লাড ডোনেশন ফরিদগঞ্জ, প্রভাত সমাজকল্যাণ সংস্থা, ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের ‘আদর্শ সেবা টিম’, ৩নং সুবিদপুরের মুক্তির তোরণ ইসলামিক সংগঠন, ফরিদগঞ্জ ইচ্ছেপূরণ যুবসমাজ কল্যাণ ফাউন্ডেশন, ৪নং সুবিদপুর যুব ঐক্য ফাউন্ডেশন, ফরিদগঞ্জ ফুটবল একাডেমি, গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন, সাবেক এমপি লায়ন হারুন রশিদের অর্থায়নে ফ্রি অক্সিজেন সেবা, জালাল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সেবা, উপজেলা পরিষদের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা, ৩নং সুবিদপুর বন্ধুমহল সংগঠন, ৪নং সুবিদপুর ধ্রুবতারা ফাউন্ডেশন, ১১নং চরদুঃখিয়া আলোকিত সেবা টিম, গোবিন্দপুর মানবকল্যাই ফাউন্ডেশন, ১৫নং রূপসা ইউনিয়ন ঈগল টিম এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ হোসেন চৌধুরী বলেন, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছে। এটা আশাপ্রদ। তবে অবশ্যই এই সেবা গ্রহণকারীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়