প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে দুজন ছিলেন করোনায় আক্রান্ত। আর অন্যরা ছিলেন করোনা উপসর্গের। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।
মৃত ব্যক্তিরা হচ্ছেন : চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের কুলসুমা (৫৫), একই উপজেলার রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের সাজেদা বেগম (৭০), ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের রেজিয়া বেগম (৯০), চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া এলাকার মর্জিনা বেগম (৩৫), ফরিদগঞ্জ উপজেলার রূপসা গাব্দেরগাঁও গ্রামের লোকমান হোসেন (৬২), হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের জাহানারা বেগম (৫৬), কচুয়া উপজেলার সাহিদাপুর গ্রামের খালেদা (৪৫) ও ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রূপসা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫)।
এদের মধ্যে কুলসুমা ও সাজেদা বেগম করোনা পজিটিভ ছিলেন। অন্যরা ছিলেন করোনা সাসপেক্টেড।