প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনাভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ১২ হাজার ও সিনোফার্মের ৭১ হাজার ২শ’ ডোজ টিকা এসেছে। গতকাল ৬ আগস্ট শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় ওই পরিমাণ টিকা নিয়ে ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বহনকারী একটি গাড়ি এসে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। টিকাগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসারুল্লাহ। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় টিকাভবনের কর্মকর্তা সবুজসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
চাঁদপুরে প্রথম দফায় করোনার টিকা দ্বিতীয় ডোজ যারা পাননি, তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেয়া হবে। আর চীনের তৈরি সিনোফার্মের এই টিকা গণটিকাদান কর্মসূচি চালিয়ে নিতে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে। টিকার জন্য যারা নিবন্ধন করেছেন তাদের টিকা দেয়া অব্যাহত রয়েছে।