বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০

মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতায় কালীবাড়ি মন্দিরে প্রার্থনাসভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় শহরের কালীবাড়ি মন্দিরে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। শহর আওয়ামী লীগ নেতা সন্জিত কুমার পোদ্দারের উদ্যোগে প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের সংগঠক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর জেলা জজকোর্টের পিপি অ্যাডঃ রণজিত কুমার রায় চৌধুরী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, শহর আওয়ামী লীগ নেতা বিপ্লব কুমার চক্রবর্তী, বাপ্পী পাল, কালীবাড়ি মন্দির কমিটির প্রবীর পোদ্দার, অমল রক্ষিত মনা, কিশোর কুমার শঙ্কর, বেনুলাল মজুমদার, তপন চন্দ, লিটন পোদ্দার, নেপাল সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ শহরের বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ।

প্রার্থনা পূর্বে অজয় কুমার ভৌমিক বলেন, করোনাকালীন মেয়র মহোদয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অব্যাহতভাবে সেবা দিতে গিয়ে তিনি অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারেননি। সময়-অসময়ে মানুষের প্রয়োজনে মানুষের সাথে মিশে গেছেন। ফলে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। একজন জনপ্রিয় সমাজকর্মী হলে অনেক সময় নিয়মনীতি মেনে চলা সম্ভব হয়ে উঠে না। মেয়র জিল্লুর রহমানের ক্ষেত্রেও তা-ই হয়েছে। আমরা সকলে মিলে শ্রী শ্রী কালীমাতার চরণে প্রার্থনা জানাই, তিনি যেনো সহসাই সুস্থ হয়ে উঠেন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন। প্রার্থনাসভা পরিচালনা করেন মন্দিরের পৌরহিত বিশ্বজিত চক্রবর্তী ও দিলীপ চক্রবর্তী। প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, মেয়র জিল্লুর রহমান জুয়েল গত ৪ আগস্ট করোনায় আক্রান্ত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়