প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমণ প্রতিরোধকল্পে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।
৫ আগস্ট উপজেলা পরিষদ থেকে এ অনুদানের চেক গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক জানান, মতলব দক্ষিণে করোনা আক্রান্ত রোগীদের সংক্রমণ প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে।