বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ায় সমাজসেবক আলী আহমদের ইন্তেকাল
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হামীমা আক্তারের পিতা সাবেক স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মদ (৯১) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ছোট ছেলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ সবুজ জানান, তার পিতা আলী আহম্মদ দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে ভোগে আসছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও বেলা ১০টায় তার গ্রামের বাড়ি পৌরসভাধীন কড়ইয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলী আহমদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়