প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৭শ’ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৪ আগস্ট বুধবার সকালে পর্যায়ক্রমে এই অর্থ প্রদান করেন প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী। সামাজিক দূরত্ব বজায় রেখে ৩ দফায় ৭শ’ জন দুঃস্থ ও করোনায় ক্ষতিগ্রস্তকে ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌরসভার সচিব শাহ মোঃ আবু সুফিয়ান খান ও নারী কাউন্সিলর মিল্লাতুন নেছা মিলি।
প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী বলেন, অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের জন্যে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধনমন্ত্রী। সরকারের বিভিন্ন সংস্থা সামাজিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়। মানুষের জীবন রক্ষার পাশাপাশি অর্থনীতি, জীবন-জীবিকা যাতে সম্পূর্ণরূপে ভেঙ্গে না পড়ে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি।
প্যানেল মেয়র আরো বলেন, সরকার মূলত মধ্যবিত্ত শ্রেণির লোকদের লক্ষ্য করে একটি কল সেন্টার নম্বর ‘৩৩৩’ চালু করেছে। যারা দ্বিধান্বিত ও বিব্রত, যারা প্রকাশ্য সহায়তা চাইতে পারে না, এটি মূলত তাদের জন্যে। কেউ যদি ‘৩৩৩’ নম্বরে কল করে সাহায্য চান, উপজেলা প্রশাসন তাদের পরিচয় গোপন করে সহায়তা দেবে।