প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ০০:০০
‘বাসায় বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছোটার যে দৃশ্য দেখছি, তাতে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছি। বাসায় একটি অক্সিজেন সিলিন্ডার রাখা মানে বোম রাখা।’ এভাবেই সতর্কবার্তা জানিয়ে দিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি গতকাল বুধবার চাঁদপুরের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সবার উদ্দেশ্যে এ সতর্কবার্তা তুলে ধরেন। সে সময় সেখানে উপস্থিত চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুমও তাঁর এই বক্তব্যের সাথে একমত পোষণ করেন। ডাঃ টিপু বলেন, আমরা সম্প্রতি দেখছি যে, করোনা অতিমারির কারণে অনেকেই অক্সিজেন সিলিন্ডার বিতরণ করছেন মানবসেবার ব্রত নিয়ে। এটি একটি মহতী উদ্যোগ। তবে যেভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় বাসায় স্বেচ্ছাসেবীরা যাচ্ছে, তাতে অসাবধানতাবশত ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কারণ, অক্সিজেন সিলিন্ডার শুধু বাসায় নিলেই হবে না। এর ব্যবহার বিধি ভালোভাবে জানতে হবে, নির্ভরযোগ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোন্ পর্যায়ের রোগীকে কতটুকু পরিমাণ অক্সিজেন দিতে হবে, বা আদৌ তার অক্সিজেন সাপোর্ট লাগবে কি-না এসব আগে জেনে নিতে হবে। এছাড়াও বাসায় কতটুকু নিরাপদ জায়গায় অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে তাও জানতে হবে। স্পর্শকাতর এই বিষয়গুলো না জানলে এই অক্সিজেন সিলিন্ডারই হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ। তিনি আরো বলেন, যারা এখন মানবিক কাজ হিসেবে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে -আপনারা একদিকে ঝুঁকে না গিয়ে অনেক করোনা আক্রান্ত রোগী অর্থের অভাবে ঔষধ কিনতে পারছেন না, আক্রান্ত পরিবার খাবারসহ নানা সঙ্কটে ভোগে, সেদিকে আপনারা সহায়তার ভূমিকা রাখতে পারেন।
এই কথাগুলো ডাঃ জেআর ওয়াদুদ টিপু অক্সিজেন প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যেও বলেন। তাঁর এই কথার প্রতি সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও একইভাবে বলেন, অক্সিজেন সিলিন্ডার যে জায়গায় রাখা হয় তার তিন মিটারের মধ্যে কোনো আগুনের তাপ যেমন কেউ দিয়াশলাইর কাঠি ধরালো কিংবা সিগারেট ধরালো, তখন ওই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটার খুবই আশঙ্কা থাকে। তাই তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় বাসায় যাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।