প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ০০:০০
শোকে-সংগ্রামে বাঙালির আগস্ট
পীযূষ কান্তি বড়ুয়া
আগস্ট বাঙালিকে জাতির কাঁধে দিয়ে গেছে সবচেয়ে ভারী লাশ। আগস্ট বাঙালিকে দিয়ে গেছে সবচেয়ে প্রগাঢ় দুঃখ বহনের শক্তি। আগস্ট দুর্বহ, আগস্ট দুঃসহ। কিন্তু আগস্টই আজ সামাজিক শক্তিরূপে জেলায় জেলায় অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ছুটে বেড়াচ্ছে আর্ত ও পীড়িত জনের পাশে। যাঁর জন্যে আগস্টের জন্ম, তিনি ছিলেন অন্যায়ের কাছে এক মাথা নত না করা সিংহ পুরুষ। সৌদি বাদশাহ ফয়সাল যখন নিজের দেশের ধন-সম্পদের গরিমায় জিজ্ঞেস করেন মুজিবকে, আমার কাছে কী চান? মুজিব তখন বলেছিলেন, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু স্বীকৃতি চাই। ইন্দোনেশিয়া বিশে^ জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ, আর বাংলাদেশ তারই পরে। আমি আমার দেশের মুসলিম জনগণের হজের অধিকার চাই। কিন্তু বাদশাহ ফয়সাল জবাবে বলেছিলেন, আপনার দেশের নামে ইসলামিক রিপাবলিক কথাটা যুক্ত করুন। জবাবে মুজিব ক্ষুব্ধ হয়ে ওঠেন এ ধরনের কূটনৈতিক অশিষ্টতায়। তিনি বলেছিলেন, আমার দেশে এক কোটি অমুসলিম মানুষের বাস। তারাও মুক্তিযুদ্ধ করেছে, দেশের স্বাধীনতায় অবদান রেখেছে। আমাকে তাদের কথা ভাবতে হয়। তা ছাড়া আল্লাহ কেবল ‘আল মুসলিমিন’ নন, ‘রাব্বুল আলামিন’ও। তিনি সবার স্রষ্টা। আপনার দেশের নামে তো ইসলামিক রিপাবলিক নেই, আপনি তো বাদশাহ সৌদের নামে দেশের নাম রেখেছেন। সরি মিঃ এক্সেলেন্সি, আমি ভিক্ষা চাই না, অধিকার চাই। হজ করা প্রতিটি মুসলিমের অধিকার। আপনি তা আটকে রাখতে পারেন না। এই হলো আগস্টে সিঁড়ির শয্যা পাওয়া বঙ্গবন্ধু। এতদিন যে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, পঁচাত্তরে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় চিরশায়িত হওয়ার পরপরই তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দেয়। এতে আর বুঝে নিতে কষ্ট হয় না, আগস্টের কুশীলব কারা। আগস্ট কাদের নির্মিত নাটকের মঞ্চায়ন।
|আরো খবর
আগস্ট কেবল হন্তারক মাস নয়, আগস্ট মুখোশ উন্মোচনকারী মাসও বটে। আগস্ট উন্মোচন করে দিয়েছে আন্তর্জাতিক বঙ্গবন্ধু বিরোধী চক্রের মুখোশকে, আগস্ট উন্মোচিত করেছে এদেশীয় ঘরের শত্রু বিভীষণকে। আগস্ট আরো উন্মোচন করেছে বেনিফিশিয়ারিদের প্রকৃত বর্ণ। যারা সেনা আক্রান্ত রাষ্ট্রপতিকে উদ্ধারে না গিয়ে নিস্পৃহভাবে কেবল বলে, সো হোয়াট, আপহোল্ড দ্য কনস্টিটিউশন, আগস্ট তাদের চিহ্নিতকরণেও ছাড় দেয়নি। আগস্ট এক লিটমাস পরীক্ষা ছিল জাতির জন্যে। প্রতিবাদে সেদিন যদি শ’খানেক লোকও রাস্তায় নামতো তবে বঙ্গবন্ধুর নাম এদেশ হতে একুশ বছর ধরে মুছে দেয়ার অপচেষ্টা হতো না। তাই আগস্ট প্রকৃত আদর্শবাদী শনাক্ত করার মাস। এই আগস্টই হোক আমাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব রাজনীতিতে সমীহ জাগানো শক্তি হওয়ার অনুপ্রেরণার মাস।