সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

মতলব প্রেসক্লাবের সভাপতিকে হুমকি ॥ থানায় জিডি
প্রেস বিজ্ঞপ্তি ॥

মতলবে প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষের মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি হুমকি-ধমকি দিয়ে আসছে। গত ২ জানুয়ারি রাত ১০টা ৫১ মিনিটে মোবাইল ফোনে ও বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেয়া হয়। প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ জানান, আমি ২০২৩ সালে মতলব প্রেসক্লাবের সভাপতি মনোনীত হই। এছাড়াও আমি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার মোবাইল নাম্বার ০১৯২১-৯০৯৬৪৫-তে অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১২-৯০৬০৪৩ থেকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছে এবং আজেবাজে কথাবার্তাসহ হুমকি-ধমকি দিচ্ছে। মুঠোফোনধারী ব্যক্তিসহ তার দলবল নিয়ে আমাকে যে কোনো সময় মারধর করার আশঙ্কা রয়েছে। মতলব দক্ষিণ থানার জিডি নং-১০৮, তারিখণ্ড ০৩/০১/২০২৩ খ্রিঃ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি। ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়