প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির লটারী অনুষ্ঠিত হয়েছে। প্রাকপ্রাথমিক ও চতুর্থ শ্রেণির ভর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাসান ইমাম বাদশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল হাই, সহকারী শিক্ষা অফিসার মানছুর আহম্মেদ ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সৈয়দ মোঃ নূরুজ্জামান (কাজল)। আলোচনা শেষে লটারী অনুষ্ঠিত হয়।
লটারীর মাধ্যমে নির্বাচিত প্রাক প্রাথমিক শ্রেণীর রোল নম্বর সমূহ : ০৭৮, ১৪৫, ১৩৩, ১৮০, ১৪৮, ০৪৮, ১৯৮, ৫০২, ৫৯০, ৫৮৯, ১৩৯, ০৫৫, ৫২৩, ১১৩, ০৩৬, ০৬১, ১৪৪, ৫০৬, ০৬৭, ০৪৫, ১২২ ,০৫২, ০৫৯, ৫১৬, ০৫৭, ১৮৫, ০৬৯, ৫৭৭, ০৭৭, ০১৭, ০৭৫, ৫৮৬,১৯ ৯, ০৪২, ১০১, ১৩০, ০৬৫, ০২৪, ০১৫, ১৭৫, ৫৪৬, ০৭৬, ০৮২, ৫১৩, ১২৮, ০৯৭, ০২২, ১৬৮, ১১৬, ৫২৮, ৫৮২, ০৫৩, ০০৪, ১৯৬, ০২৮ ,০৩৭, ০৭২, ১৭৯, ২০০ ,০১২।
চতুর্থ শ্রেণির নির্বাচিত রোল নম্বর সমূহ : ৬৩৫, ৬৪৭, ৬৪০, ৬২৭, ৬৫১, ৬০২, ৬০৫, ৬৭৯, ৬৭৩, ৬২০, ৬৮৮, ৬৮৫, ৬৬৯, ৬৭২, ৬৬৬, ৬৬৭, ৬৭০, ৬৬০, ৬২১, ৬৮৩, ৬৮১, ৬২৪, ৬৩৮, ৬৬২, ৬৩১, ৬৫৬, ৬৪২, ৬০৮, ৬৪৬, ৬৮৭।