প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সাগরিকা কমপ্লেক্স মাঠে আজকের (৪ জানুয়ারি) ফাইনালে লড়বে চাঁদপুর অনূর্ধ্ব-১৪ ও খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ যে দল জিতবে সেই দলই বিভাগীয় চ্যাম্পিয়ন হবে। দুদলেই খেলোয়াড়রা প্রতিযোগিতার শুরু থেকে ভালো খেলা উপহার দিয়ে আসছে।
চাঁদপুর জেলা দল চট্টগ্রাম বিভাগের এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৩টি দলের সাথে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দলগুলো হলো রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান। সেমিতে শক্তিশালী ফেণীকে হারিয়ে চাঁদপুরের দলটি অনেকদিন পর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশ নেয়।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : আবরার রশিদ সাফি, ফারহান মাহাতাব শাওন, সাঈদ আলম মায়াজ, আদিল আরহাম, আবদুল্লাহ আল জুবায়ের মামুন, জুবায়ের আহম্মেদ খান, আব্দুল্লা আল ফাহিম, ফারদিন হোসাইন, সানজিদ ইসলাম, মিয়াদ খান, সিয়াম খান, নেহাল আহমেদ, ইশতিয়াক আহমেদ, আরাফাত মাহিন ও তৌহিদুল ইসলাম। দলের কোচ পলাশ কুমার সোম ও টিম ম্যানেজার ফয়সাল সানি।
ফাইনাল নিয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরের দলটি অনেক পরিপূর্ণ। দলের সকল খেলোয়াড়ের মধ্যে সমন্বয় রয়েছে। দলটি যাতে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে সেজন্যে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
জেলা অনূর্ধ্ব-১৪ দলের কোচ পলাশ কুমারের সাথে ফাইনাল নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আলাপকালে তিনি জানান, আমরা চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। দলের খেলোয়াড়রা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে আমরা খাগড়াছড়ির সাথে জয়লাভ করতে পারবো। আমরা দল নিয়ে চট্টগ্রামে রয়েছি। আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি সেজন্যে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।