সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

মনোরঞ্জন পাল শিক্ষাবৃত্তি প্রদানসহ ব্যাপক কর্মসূচিতে তিন দিনব্যাপী কল্পতরু উৎসব সম্পন্ন

মনোরঞ্জন পাল শিক্ষাবৃত্তি প্রদানসহ ব্যাপক কর্মসূচিতে তিন দিনব্যাপী কল্পতরু উৎসব সম্পন্ন
বিমল চৌধুরী ॥

যুক্তরাষ্ট্র প্রবাসী রোটাঃ প্রফেসর ড. অরুন চন্দ্র পালের পিতা স্বর্গীয় মনোরঞ্জন পাল শিক্ষাবৃত্তি প্রদানসহ ব্যাপক ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম সম্পাদনের মধ্যে দিয়ে গতকাল ৩ জানুয়ারি মঙ্গলবার সম্পন্ন হয়েছে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কল্পতরু উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এদিন ভোর ৫টা থেকেই আশ্রম প্রাঙ্গণে ক্রমান্বয়ে চলে মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা, ধর্মগ্রন্থ থেকে পাঠ ও ভজন সঙ্গীত। সকাল ১১টায় বিনামূল্য রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোটাঃ প্রফেসর ড. অরুন চন্দ্র পাল। চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শক্তিনাথনন্দজী মহারাজের সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দ ও সেবাযোগ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোটাঃ প্রফেসর ড. অরুন চন্দ্র পাল, হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ, চট্টগ্রাম চুয়েট গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রম পরিচালনা পর্ষদের সদস্য সুজিত চক্রবর্তী। সভাশেষে অতিথিদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ ও যুক্তরাষ্ট্র প্রবাসী রোটাঃ প্রফেসর ড. অরুন চন্দ্র পালের পিতা প্রয়াত মনোরঞ্জন পাল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে সহায়তা করেন সন্ধানী (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার শিক্ষার্থীগণ)। অনুষ্ঠান শেষে মহোৎসবের প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে রামকৃষ্ণ সঙ্গীত পরিবেশন করেন আশ্রমের শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীগণ। সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীতানুষ্ঠান ও সাড়ে ৭টায় চাঁদপুর ড্রামার পরিবেশনায় অনুষ্ঠিত হয় নাটক বিশ্বত্রাতা শ্রীরামকৃষ্ণ। অনুষ্ঠানে জাতি-ধর্মণ্ডবর্ণ নির্বিশেষ সকলের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়