প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুরে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। মৃদু শৈত্য প্রবাহে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার সূর্যের আলো দেখা গেলেও মৃদু হিমেল হাওয়ায় মানুষজন নাকাল হয়ে পড়ে। গরম কাপড়ের অভাবে শীত-কষ্টে ভুগতে শুরু করেছে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজন। এ অবস্থায় শীত-কাতর মানুষেরা মোটা কাপড় গায়ে জড়িয়ে এবং খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গতকাল বিকেলে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে শীতে কাবু ছিন্নমূল দুজন মানুষকে দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেন : মিজানুর রহমান।