প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
আজ ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এ দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে এ সংগঠনটির জন্ম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সেদিন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে ঐতিহ্যবাহী এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগ নামে এ সংগঠনটি পরিচিতি পায়।
মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ নানা ঐতিহ্য ও বাংলাদেশের গৌরবমণ্ডিত ইতিহাসের অনেক বড় অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় অনেক বরেণ্য ব্যক্তিত্ব এ সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান।
চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আজ বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।