সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

পুলিশের মামলা গ্রহণ, অপেক্ষা ভূমি অফিসের
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে দুই দফা দাবি নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩ জানুয়ারি) থানা পুলিশ ১৪ দিন পূর্বের ঘটনাটি মামলা হিসেবে গ্রহণ করেছে। তবে উপজেলা ভূমি অফিস তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে অসহায় এ পরিবারটি তাদের দুই দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবিতে অনশন অব্যাহত রেখেছে। গত সোমবার (২ জানুয়ারি) সকাল থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কের পাশে বসে এই অনশন কর্মসূচি পালন করছে ভুক্তভোগী পরিবারের সদস্য ফয়েজ মৃধা, শেখ ফরিদ এবং তদের পরিবারের শিশু সন্তানসহ সদস্যরা।

ভুক্তভোগীরা জানায়, রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ফয়েজ মৃধা গংয়ের সাথে মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার গংয়ের জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

অনশনকারীদের অভিযোগ, তারা দখল ও দলিল মূলে বেশ ক’টি দাগে ৪৮.৬২ শতক জায়গার মালিক এবং এ পর্যন্ত ভোগদখলে রয়েছেন তারা। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় অসহায় পরিবারটির সম্পত্তি দখল করার চেষ্টাসহ হয়রানি করছে। সর্বশেষ গত ২০ ডিসেম্বর প্রকাশ্য তাদের সম্পত্তি দখলের চেষ্টার অংশ হিসেবে হামলা, মারধর, টিনেরঘর, দোকানঘর ভাংচুর, গাছগাছালি কেটে সাবাড়ের ঘটনা ঘটায়। ভুক্তভোগীরা নিরূপায় হয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন দিলে পুলিশ দুই দফা ঘটনাস্থলে যায়। এতোদিন মামলা না নিলেও ঘটনার ১৩ দিন পর তারা অনশন শুরু করায় পুলিশ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।

অন্যদিকে উক্ত নালিশি সম্পত্তির বিষয়ে ১৪৫ ধারার মামলায় আদালত ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তাকে দখলীয় প্রতিবেদন দিতে নির্দেশ দিলে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উল্টো প্রভাবশালীদের পক্ষে দখল দেখিয়ে সত্য আড়াল করে প্রতিবেদন দাখিল করেন। ভূমি অফিসের প্রতিবেদনকে মিথ্যা আখ্যায়িত করে তথ্য প্রমাণসহ গত ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। বরং ভূমি অফিসের রিপোর্টটি সত্য বলে প্রমাণ দিতে গত ২০ ডিসেম্বর প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা থাকা সম্পত্তি দখলের চেষ্টা করে। তাই তারা বাধ্য হয়ে চলমান ভূমি অফিসের রিপোর্ট প্রত্যাহারের এক দফা দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান বলেন, তাদের লিখিত অভিযোগ পেয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা চলমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়