প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
পুলিশের বিশেষ শাখায় কর্মরত ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম সেবা পদক) লাভ করেছেন। মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে রাহুল পাটওয়ারীসহ ১১৫ জন সাহসী কর্মকর্তাকে এ পদক পরিয়ে দেন। রাহুল পাটওয়ারী এর আগে সাহসিকতাপূর্ণ ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং ২০২১ সালে আইজিপি ব্যাজ পদক পান। রাহুল পাটওয়ারী ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর পুত্র।
বিপিএম পদকপ্রাপ্তিতে রাহুল পাটওয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের আইজিপি আব্দুল্যা আল মামুন, এসবি চীফ অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তার পিতা আবুল খায়ের পাটওয়ারী, পরিবারের সকল সদস্যসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।