প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাষাবাদের জন্যে আমদানি করা হলেও ফরিদগঞ্জে পণ্য নিয়ে সড়ক দাবড়িয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যন্ত্রদানব ট্রাক্টর ও ট্রলি। ৬ চাকার এই ট্রাক্টর গ্রামীণ পাকা, আধাপাকা ও কাঁচা সড়কে ইট-মাটি-বালি, কাঠ-গাছ পরিবহন করছে। সরকার নতুন সড়ক নির্মাণ ও পুরাতন সড়ক সংস্কার করলেও এ যন্ত্রদানবের কারণে সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। দিনে-রাতে সমানতালে পণ্য নিয়ে অবৈধ এই ট্রাক্টর চললেও এসব বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কার্যক্রম চোখে পড়েনি।
জানা যায়, কৃষি উন্নয়নের জন্যে এসব ট্রাক্টর আমদানি করা হলেও মালিকরা এগুলো ব্যবহার করছে ইট, বালু মাটি, ফার্নিচার ইত্যাদি মালামাল পরিবহনের কাজে। ট্রাক্টরের বিরামহীন চলাচলে সড়ক ভেঙ্গে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়, উড়ছে বালি, হচ্ছে শব্দদূষণ, রাস্তায় চলাচলকারী জনসাধারণ ও শিক্ষার্থীরা হয়ে উঠেছে অতিষ্ঠ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ট্রাক্টরের বেপরোয়া চলাচলে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রূট পারমিটবিহীন ট্রাক্টর ও লাইসেন্সহীন চালকরা বিকট শব্দে মালবোঝাই করে সাদা পাউডারের মতো ধূলো উড়িয়ে অবাধে চলছে। কৃষি জমি থেকে মাটিবোঝাই করে সড়ক, আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোর ওপর দিয়ে ব্যাপক হারে চলাচল করছে।
পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজ মিয়া জানান, এ ট্রাক্টর চলাচলের সময় আশপাশের এলাকা কুয়াশার মতো ধূলোয় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আর ধূলোর মধ্য দিয়ে যাতায়াত করায় সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে এলাকার শিশুসহ সব বয়সের মানুষ।
আলোনিয়া গ্রামের সোহেল হোসেন (৪৫), লাড়ুয়া এলাকার আব্দুল কুদ্দুস (৫০) ও কমলকান্দি এলাকার ইব্রাহিম (৫৫)সহ বেশ ক’জন জানান, হাল চাষের এই ট্রাক্টর হালচাষ বাদ দিয়ে কোন্ ক্ষমতাবলে পণ্য পরিবহন করছে তা আমাদের জানা নেই।
গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটওয়ারী ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, আমরা বিভিন্ন সড়কের কাজ করি, আর এসব ট্রাক্টর চলাচল করে নষ্ট করে দিচ্ছে। অনেক সময় আমরা ট্রাক্টরের মালিক ও চালকদের বললেও তারা কর্ণপাত করে না। সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নিলেই ট্রাক্টরের দৌরাত্ম্য প্রতিরোধ করা সম্ভব।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, আমরা বিভিন্নভাবে ট্রাক্টর মালিকদের সতর্ক করেছি। এসব ট্রাক্টরকে পণ্য পরিবাহনের কাজে পেলেই কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।