সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মোঃ নাহিদ হোসেন (২২) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও খান বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং ফরিদগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খান বাহারের ছোট ভাই। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ কর্মকর্তারা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে হঠাৎ খান বাড়িতে গুলির শব্দ হয়। পরে জানা যায় ওই বাড়ির নাহিদের পাকস্থলির বামপাশে গুলিবিদ্ধ হয়েছে। দুর্বৃত্তরা নাহিদকে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। নাহিদ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত।

নাহিদের ভাই উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার ভাই নাহিদ গোয়াল ঘরে গরুকে খাবার দিচ্ছিলো। এ সময় কে বা কারা আমার ভাইকে গুলি করছে আমি জানি না।

খবর পেয়ে খবর পেয়ে শুক্রবার সাড়ে ১১টায় ঘটনাস্থল ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অজ্ঞাত কে বা কারা গুলি করছে নাহিদের পরিবারের তা জানে না। ঘটনাস্থল রাতে তদন্ত করেছি এবং দিনেও তদন্ত করেছি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কাউকে অভিযুক্ত করে নাহিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে বলেন, ঘটনা আমি শুনেছি। ঘটনার তদন্ত করতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়