সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

সনাতন ধর্মীয় ভাবাদর্শ প্রচারে এগিয়ে যাচ্ছে ইসকন
স্টাফ রিপোর্টার ॥

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চাঁদপুরের আয়োজনে ও ভক্তিবেদান্ত গীতা একাডেমী চাঁদপুরের ব্যবস্থাপনায় গত ১৮ ডিসেম্বর রোববার চাঁদপুর জেলার ৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে গীতা কুইজ প্রতিযোগিতা। গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। তিনি এমন সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন শিক্ষণীয় প্রতিযোগিতার প্রয়োজন রয়েছে। আমাদের সকলেরই স্ব স্ব ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন রয়েছে। সকল ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। মানবতাকে বাদ দিয়ে আদর্শ মানুষ হওয়া যায় না। আমাদেরকে সুশিক্ষা গ্রহণের পাশাপাশি আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সারা পৃথিবীতে আজ ইসকন তাদের কার্যক্রম ছড়িয়ে দিতে চেষ্টা করছে। এই প্রচারের দিক থেকে তারা অনেক ক্ষেত্রেই সফল। সনাতন ধর্মীয় ভাবাদর্শ প্রচারে এগিয়ে যাচ্ছে ইসকন। তাদের এই প্রচার কার্যক্রম আরো এগিয়ে যাবে এবং মানুষ সনাতন ধর্ম সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। তিনি ইসকনের সেবামূলক কার্যক্রমের সফলতা কামনা করেন।

ইসকন চাঁদপুর জেলা ও পুরাণবাজার ঘোষপাড়াস্থ গোবিন্দ মন্দিরের সভাপতি শ্রীমন জগদানন্দ পণ্ডিত দাসের সভাপ্রধানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। আরো বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মিন্টু রঞ্জন অর্ঘ্য, চট্টগ্রামস্থ মায়াপুর ইনস্টিটিউটের শিক্ষক পুরুষোত্তম মাধব দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম ভক্তিবেদান্ত গীতা একাডেমীর সহকারী পরিচালক শ্রীমান ভক্তরূপ গৌরদাস ব্রহ্মচারী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভক্তিবেদান্ত গীতা একাডেমী চাঁদপুরের শিক্ষক সূরপতি দাস। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ভক্তিবেদান্ত গীতা একাডেমী ইসকনের পরিচালক নিতাই দয়াল করুণা দাস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, ইসকন ভক্ত শচীনন্দন বিশ্বম্ভর দাস, জীবেশ কৃষ্ণ দাস, নীরঞ্জন গৌর হরিদাস, সুমন দাস প্রমুখ।

অনুষ্ঠানকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন ছিলো কানায় কানায় পরিপূর্ণ। জেলার বিভিন্ন স্থান থেকে ছাত্র, ছাত্রী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবর্গসহ ইসকন ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বিজয়ী ৫৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এই গীতা কুইজ প্রতিযোগিতায় জেলার প্রায় ৭শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়