প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে পানিতে পড়ে মারিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চরবড়ালি গ্রামে এই ঘটনা ঘটে। মারিয়া চার বোনের মধ্যে সকলের ছোট এবং ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মামুন ভূঁইয়ার ছোট মেয়ে।
জানা গেছে, উত্তর চরবড়ারি গ্রামের ভূঁইয়া বাড়ির সুমন ভূঁইয়ার ছোট মেয়ে মারিয়া মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজার এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে থেকে তুলে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।