সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

কোরআনকে রিসার্চ করে অনেক কিছুই আবিষ্কার হয়েছে
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুরের ঘাসিপুর জামেয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মাঠে বাৎসরিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল রোববার (২৫ ডিসেম্বর) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী, সিটি নিয়ন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

তিনি তার বক্তব্যে বলেন, কোরআন এমন একটা কিতাব যা আজকে মুসলমান-ইহুদী-খ্রিস্টানরা এই কোরআনকে রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে। রাসুল (সাঃ)-এর পূর্ব পুরুষ ও বর্তমানেও সমস্যার সমাধান কী সেটাও কোরআনে উল্লেখ রয়েছে। আর সকল কিছুর মূল্যায়ন হয়েছিলো একমাত্র আল্লাহ রাসূলের কারণে। এখানে আমরা অনেকেই লেখাপড়া করে শিক্ষিত হচ্ছি। কিন্তু সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি। আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও বাবা-মাকে সেবা করার সুযোগ হয়না, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। অথচ একজন রাজমিস্ত্রী তার বাবা-মাকে না খাইয়ে নিজে খান না। এ শিক্ষা, কোনো শিক্ষা না যে শিক্ষা মানব কল্যাণে কাজে আসে না। আমরা উম্মতে মোহাম্মদী হিসেবে এবং দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে পরিচালনা করতে হবে। এর মধ্যেই আমাদের প্রত্যেকের জন্যে কল্যাণ নিহিত রয়েছে। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে মানুষের সেবা করার চেষ্টা করছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা মহিববুল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট তাফসিরকারক আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমাদ। মাওলানা আবুবকর পাটওয়ারীর পরিচালনায় আরো বয়ান পেশ করেন ঢাকার শ্যামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি রেদওয়ান উল্যাহ পাটওয়ারী, ফরিদগঞ্জের গাজীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক আব্দুল মমিন, কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর দ্বিনীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্যাহ, ঘাসিপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা তাজল ইসলামসহ বহু ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে তাশরিফ আনেন।

ঘাসিপুরের হুজুর মরহুম আলহাজ্ব হযরত মাওলানা ইয়াকুব আলী (রহঃ)-এর ২৬তম ও আলহাজ্ব হযরত মাওলানা শহীদউল্যাহ পাটওয়ারী (রহঃ)-এর ৯ম বাৎসরিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঘাসিপুর জামেয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ রিয়াজ সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়