প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২-এর উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় একযোগে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে ড্যাফোডিল ফ্যামিলির আয়োজনে এ দক্ষতা উন্নয়ন সপ্তাহের উদ্বোধন করা হয়। ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ৪ দিনব্যাপী এই ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ-২০২২ চলবে।
ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের আয়োজনে ৪ দিনব্যাপী ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নূর খানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসংখ্যা বোঝা নয় সম্পদ। আমাদের দেশের এই জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবার চাঁদপুরের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রুবেল খান। উপস্থিত ছিলেন এডভাইজার সালেহ সিদ্দিক, বাংলাদেশ স্টিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিম মিয়া, ড্যাফোডিল কলেজের সহকারী উপাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফরাজী ও বাংলাদেশ স্টিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহকারী উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী।
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহকারী উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ-২০২২-এর অনুষ্ঠানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন।