সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

নৌপুলিশের অভিযানে অস্ত্রসহ ১৩ ডাকাত গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥

মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশের অভিযানে অস্ত্রসহ ১৩ ডাকাত গ্রেফতার হয়েছে। সাব-ইন্সপেক্টর বাবুল বালার সাহসিকতায় একলাছপুরের মেঘনা নদী হতে অস্ত্রসহ ডাকাতদের ধরা সম্ভব হয়। এ সময় পরিস্থিতি মোকাবেলায় ৩০ রাউন্ড গুলি ছোড়ে নৌপুলিশ। ২৪ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০টায় সুরেশ্বর থেকে ডাকাতি করে ফেরার পথে মতলবের একলাশপুর অতিক্রমকালে ডাকাতদের আটক করা হয়।

আটককৃতরা হলো : সাব্বির মিজি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল-আমিন (২০), মোঃ ইমরান (২২), ফিরোজ মিজি (২৬), জীবন বেপারী (২০), মোঃ আনোয়ার হোসেন (২৪), মোঃ জহিরুল ইসলাম (২৭), মোঃ আক্তার হোসেন (২২), মোঃ শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), কাশেম বেপারী (২৪) ও মোঃ সালাউদ্দিন (২৮)।

নৌপুলিশ বলছে, ডাকাতদের থেকে ৬টি বোমা, ৫৯টি মোবাইল, ২০০ সিসি স্পীডবোটসহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশকিছু রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা এক একজন ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী।

এসব তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর বাবুল বালা বলেন, সুরেশ্বরে নদীতে চলাচলকারী বেশ ক’টি বাল্কহেডে ডাকাতি শেষে স্পীডবোটে করে ডাকাতরা এদিক দিয়ে ফেরার পথে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ স্পীডবোটযোগে অভিযান চালাই। তখন ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়। এতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাত সদস্যদের তথ্য মতে মোট ২১ জন ডাকাত সদস্য ছিলো। সেখান হতে আমরা ১৩ ডাকাতকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়