রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

ডাঃ ইকবাল হোসেন চৌধুরী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের কৃতী সন্তান অর্থোপেডিক সার্জন ডাঃ এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। এ সময় মেডিকেল কলেজের সকল চিকিৎসকসহ ওই জেলার চিকিৎসকগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

অধ্যাপক ডাঃ এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরী ১৯৭৯ সালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিএস পাস করেন। ১৯৯১ সালে ৯ম বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। এছাড়া আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মেডিকেল অফিসার ও ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষকতাসহ সার্জারী বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। পরে ন্যাশনাল ইনিস্টিটিউট অব ট্রমাটলজি এন্ড অর্থোপেডিক রিহেভিলেটিশান (নিটোর) ও ২০০৭ সালে অর্থোপেডিক্স সার্জারীতে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে জুনিয়র কনসালটেন্ট, ২০১৫ সালে সিনিয়র কনসালটেন্ট, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর চৌধুরী বাড়ি। তাঁর পিতা (অবঃ) মহকুমা শিক্ষা অফিসার মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী। তাঁর নিজস্ব বাসা চাঁদপুর শহরের নাজিরপাড়া জাহানারা কটেজ। ৬ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তিনি দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরী ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর বড় ভাই এবং মুনির চৌধুরীর ছোট ভাই। এছাড়া আরো বড় দুভাই এবিএম সাহিদ হোসেন চৌধুরী ও এএফএম আকবর হোসেন চৌধুরী ঢাকায় বসবাস করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়