বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুরে কর্মহীন ১৩৭ পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

আপনাদের ভালো রাখার জন্যে আমাদের মাঠে থাকতে হচ্ছে : জেলা প্রশাসক

চাঁদপুরে কর্মহীন ১৩৭ পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সরকার ঘোষিত চলমান লকডাউনে চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল ১৩৭ জনকে প্রধানমন্ত্রীর এ খাদ্য সহায়তা প্রদান করে জেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে কর্মহীন এসব লোকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় আপনাদের যানবাহনগুলো আটক করা হয়েছে। কিন্তু আমরা জানি আপনারা দিন এনে দিন খান। লকডাউনের মধ্যে আপনারা কষ্টে আছেন। যে ক’দিন আপনাদের গাড়ি এখানে আটক রয়েছে, সে ক’দিন যাতে খাaবারে কষ্ট না পান সে কথা বিবেচনা করে আপনাদের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহারের ব্যবস্থা করা হয়েছে। লকডাউন শিথিল হলে আপনাদের গাড়িগুলো ছেড়ে দেয়া হবে।

তিনি বলেন, চাঁদপুরের করোনা পরিস্থিতি ভালো না। প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছে। আজকেও সরকারিণ্ডবেসরকারি হিসেবে ৭ জন মৃত্যুবরণ করেছেন। যারাই মৃত্যুবরণ করছেন, তারা আমারণ্ডআপনারই স্বজন। আমাদের দুজন অতিরিক্ত জেলা প্রশাসক সপরিবারে এবং দুজন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত। এছাড়াও আমাদের অফিসের অনেক স্টাফ করোনায় আক্রান্ত হয়ে আছেন। আপনাদের ভালো রাখার জন্যে আমাদের মাঠে থাকতে হচ্ছে, যার কারণে আমাদের লোকজনও আক্রান্ত হচ্ছে। আমরা চাই সকলে সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম ও এআরএম জাহিদ হাসান। চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক স্বেচ্ছাসেবক দল প্রধান ওমর ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উল্লেখ্য, আটক ব্যাটারিচালিত ইজিবাইক চালক ৭৯ জন, সিএনজিচালিত অটোরিকশা চালক ৩৫ জন এবং ‘৩৩৩’ নম্বরে আবেদনকারী ২০ জন ও ৩ জন রিকশা চালকসহ ১৩৭ জনকে গতকাল প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেয় চাঁদপুর জেলা প্রশাসন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়