প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০
নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে দলের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করবেন। এ কর্মসূচির কথা জানান চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম।
তিনি বলেন, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন সকাল ৬টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।