প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তথা নৌকার মাঝি হলেন মোহাম্মদ হোসেন মিন্টু। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়নবোর্ড আসন্ন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অর্ধডজন দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দলের জন্যে ত্যাগী ও নিবেদিত মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী দলীয় মনোনয়ন পেলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্তি করতে গিয়ে মুঠোফোনে মোহাম্মদ হোসেন মিন্টু বলেন, এই মনোনয়ন প্রাপ্তিতে একথা নিশ্চিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই ত্যাগীদের অবমূল্যায়ন করেন না। আজ আমাকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি তথা দলীয় মনোনয়ন প্রদান করে প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনে তিনি সাহস যুগিয়েছেন। আমি আমার এই মনোনয়ন প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি উন্নয়নের ¯্রােতধারা থেকে বঞ্চিত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নূতন দিগন্তের সূচনা হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ৭ নভেম্বর প্রার্থিতা বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।