প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
কচুয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ নভেম্বর সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হোসেনপুরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম হোসেন। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে কারাগারে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিলো। চার নেতাকে হত্যা করে যারা দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলো তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। আওয়ামী লীগ কোনো স্বৈরশাসককে সমর্থন করে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা আওয়ামী লীগকে সমর্থন করুন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মহাসচিব ডাঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব ফিরোজ হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান প্রমুখ।
ওইদিন সকালে মোঃ গোলাম হোসেন সাচার বাজার, উত্তর পালাখাল, ঘাগড়া বাজার, কোমরকাশা বাজারে পৃথক পৃথক পথসভায় গণসংযোগ করেন। বিকেলে বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডঃ আব্দুল আউয়াল খন্দকারের কবর জিয়ারত, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টুর কবর জিয়ারত ও হোসেনপুর বাজার এলাকায় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।