বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

মতলবে কচি-কাঁচা দিবসের হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কচি-কাঁচা দিবসে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ নভেম্বর কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ৪৭ জন, খ গ্রুপে ৩৫ জন ও গ গ্রুপে ৭৫ জন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ক গ্রুপে ৪৬ জন, খ গ্রুপে ৪০ জন ও গ গ্রুপে ৯৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পরিদর্শন করেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী, মেলার প্রবীণ সদস্য এসএম সেলিম, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ও মেলার প্রবীণ সদস্য ফারুক আহমেদ বাদল, মতলব রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ৫ নভেম্বর সকাল ৯টায় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়