প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কলেজের গান্ধী ভবনে আয়োজিত পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কলেজের নবাগত সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আমি ফরক্কাবাদ ডিগ্রি কলেজে গিয়েছি, মনোরম পরিবেশে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যেঘেরা কলেজটি দেখতে খুবই সুন্দর। এ কলেজের দায়িত্ব প্রদান করে আমাকে কাজ করার সুযোগ করে দেয়া হয়েছে। কলেজ উন্নয়নে আমার যা যা করণীয় আমি তা করতে চেষ্টা করবো। চেষ্টা করবো ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করতে। কলেজ উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং কলেজ প্রতিষ্ঠাতাসহ যারা তাকে কলেজ গভর্নিংবডির সভাপতি পদে মনোনয়ন করেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং কলেজ প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী। তিনি কলেজ গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক স্বপ্ন নিয়ে এ কলেজ প্রতিষ্ঠা করেছি। লক্ষ্য ছিলো কলেজকে কেন্দ্র করে এলাকা আলোকিত হবে। দেশ-বিদেশের মানুষের কাছে ফরক্কাবাদ বিশেষভাবে পরিচিতি লাভ করবে। গৌরবময় স্থান হিসেবে ইলিশের বাড়ি চাঁদপুর সকলের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে। আজ ধাপে ধাপে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলছে। আজ ফরক্কাবাদ কলেজ পরিচালনায় গভর্নিংবডির সভাপতির পদ অলঙ্কৃত করেছেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মিজানুর রহমান। আমি স্যারকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও শিক্ষাক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ। এগিয়ে যাওয়ার এ কৃতিত্ব ছাত্র-ছাত্রীসহ শিক্ষক ও অভিভাবকদের। তোমাদের সকলের ক্রমাগত চেষ্টা অব্যাহত থাকলে কলেজটি একদিন দেশের সেরা কলেজগুলোর মধ্যে নিজের অবস্থান জানান দিতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার স্বপ্ন পূরণে তোমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশের স্বপ্ন পূরণে আর বাবা-মা ও কলেজের সুনাম রক্ষায় তোমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। মনে রাখবে সুন্দর জীবন গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজ দেশ গঠনে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে কাজ করছেন তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশ গঠনে তাকে সহযোগিতা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য। আশা করি তোমরা বড় হয়ে দেশ গঠনে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিলীপ চন্দ্র দাস।
কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মমিন, দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, বিদ্যোৎসাহী সদস্য রুহুল আমিন মিয়াজী, আমিনুল হক মজুমদার, হিতৈষী সদস্য হরুনুর অর রশিদ তালুকদার, অভিভাবক সদস্য আঃ হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, মোঃ ইব্রাহিম খানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম জহির, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক মণ্ডলী, ছাত্র-ছাত্রীসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।
উল্লেখ্য, এ বছর ২৫৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা যায়।