বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

আন্তর্জাতিকভাবে গর্ব করার মতো আমাদের অর্জন হলো সংবিধান
মিজানুর রহমান ॥

সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় প্রথমবারের মতো পালিত হলো ৫০তম ‘জাতীয় সংবিধান দিবস’। এ উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় আগত অতিথিবৃন্দ বাংলাদেশের সংবিধান রচনার পটভূমি ও সংবিধান চর্চার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আলোচনার এক পর্যায়ে হাতে লেখা সংবিধানের একটি কপি প্রদর্শিত হয়।

জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মতো আমাদের অর্জন হলো সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণে অতি অল্পসময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

সংবিধান প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন জেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি প্রমুখ।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০বছর পর প্রথমবারের মতো ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে।

১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। এর প্রেক্ষিতে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া নিয়ে আবার আলোচনা সামনে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়