বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

কচুয়ায় ভাই ও ভাতিজার হাতে সহোদর খুন
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান ॥

কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল ইসলাম (৫০)কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে পৌরসভার কড়ইয়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম বকুল জানান, ঘটনার দিন সকালে আমি ও আমার স্বামী ঘরে ছিলাম। এ সময় ভাসুর তাজুল ইসলাম (৬০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও আবির (২৪) মিলে আমাদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমার স্বামী সিরাজুল ইসলামের উপর ঝাঁপিয়ে পরে মারধর করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। ডাকচিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে আমি ও বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, গত কয়েক বছর যাবৎ সিরাজুল ইসলামের সাথে তার বড় ভাই তাজুল ইসলামের সম্পত্তিগত বিরোধ চলে আসছিলো। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। আমি হত্যাকারীদের বিচার চাই।

কর্মরত চিকিৎসক ডাঃ শাহনাজ সুলতানা বিপাশা জানান, শুক্রবার সকাল ১০টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজুল ইসলামকে নিয়ে আসলে আমরা ইসিজি করে নিশ্চিত হই হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান।

সিরাজুল ইসলাম একজন ওমান-ফেরত প্রবাসী। স্ত্রী মাকসুদা বেগম একজন গৃহিণী, বড় ছেলে সিয়াম মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে শান্ত ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। স্বামীকে হারিয়ে ছেলেদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে নিহতের স্ত্রী মাকসুদা বেগম।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলের স্ত্রী তামান্না বেগম।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল জানান, কচুয়া থানাধীন কড়ইয়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার বড় ভাই তাজুল ইসলামের বিরোধ চলছিলো। এরই জেরে শুক্রবার সকালে তাজুল ইসলাম গং সিরাজের ঘরে গিয়ে তাকে মারধর করে। পরে সিরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়