প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পৌরসভার সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং ৭, ৮ ও ৯)-এর নারী কাউন্সিলর মিনু আক্তার কর্তৃক গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরসভার মেয়র ও ৭নং ওয়ার্ডের বিরুদ্ধ একাধিক পোস্ট ও লাইভ করেন। ওই ফেসবুক পোস্ট ও লাইভে তিনি পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে আপত্তিকর এবং মানহানিকর বক্তব্য তুলে ধরে বিভিন্ন অভিযোগ করেন।
এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, পৌরসভার এসেসর আবু ইউছুফ, সমাজকল্যাণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, টিকাদান সুপারভাইজার ফেরদৌসী আক্তার প্রমুখ।
বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস মিয়া, মোঃ মাহবুবুর রশিদ, মোঃ আব্দুর রাজ্জাক, হিসাবরক্ষক মোঃ হাবিব উল্লাহ ভূঁইয়া, লাইসেন্স পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, উচ্চমান হিসাব সহকারী আব্দুল লতিফসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।