প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জের বলাখাল-রামপুর সড়কের বলাখাল মাদ্রাসা সড়কের বিপরীতে ব্যস্ত সড়কের পাশের ঝোঁপের মধ্যে মিললো মজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির লাশ। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মজিবুর চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের লতিফ খানের ছেলে। তিনি দুটি বিয়ে করেন। দুই সংসারেই সন্তান রয়েছে। হলুদ, মরিচ বিক্রিসহ তিনি বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করতেন।
ঝোঁপের মধ্যে প্রথম দেখা লাশের প্রত্যক্ষদর্শী হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন শাহনেওয়াজ জানান, এদিন দুপুরে রামপুর বাজার থেকে বলাখালে আসার পথে ঝোঁপের পাশে প্র¯্রাব করতে বসলে লাশটি দেখে তিনি ভয় পেয়ে যান। তাৎক্ষণিক তিনি ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্য খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ লাশের আলামত দেখে খবর দেয় সিআইডিসহ অন্য গোয়েন্দা সংস্থাকে। লাশ উদ্ধারের সময় সিআইডির একটি টিম উপস্থিত থেকে আলামত জব্দ করেছে।
নিহত মজিবুর রহমানের চাচাতো শ্যালক রুবেল জানান, তিনি আমাদের বাড়ি তথা বাকিলা ইউনিয়নের গোগরা ভংগের বাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে রোকেয়ার স্বামী। স্ত্রী রোকেয়া বাবার বাড়ির পাশের দেবপুর গ্রামে দুই সন্তান নিয়ে বসবাস করেন।
এটি হত্যা কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।